
সী গাল রিসোর্ট গাজিপুর – Sea Gull Resort
সী গাল রিসোর্ট
শহরের বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে খোলা প্রাণে নিশ্বাস নিতে আমারে মন হাঁপিয়ে উঠে। কিছু দিন প্রাকৃতিক পরিবেশ আনন্দময় অবকাশ যাপন এই যান্ত্রিক জীবনের অবদাস নিমিষেই উড়িয়ে দেয়। কর্মব্যাস্ত মানুষ নাগরিক জীবনে হাপিয়ে উঠে খোঁজেন প্রশান্তির ছোঁয়া। তাই একটু অবসরে দ্রুত প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না। মনের প্রশান্তির জন্য এমনি একটি রিসোর্ট গড়ে তুলেছে সী গাল রিসোর্ট গাজিপুর। প্রায় ৪২ বিঘা জমির উপর গড়ে উঠা, এখানে আছে নানা বৃক্ষের সমারোহ অস্ট্রেলিয়ান পাম গাছ, পাম সুপারিসহ এমন অনেক নাম না- জানা বিদেশী বৃক্ষের সমাবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে ১৮ টি কটেজ ও একটি লেক রয়েছে।শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, আরো রয়েছে কনফারেন্স রুম ও খাবার হোটেল একটি খেলাম মাঠ। বিভিন্নি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে গড়ে উঠেছে সী পাল রিসোর্ট।
সী গাল রিসোর্ট ভাড়া
কটেজগুলোর প্রতি কক্ষ ২৪ ঘন্টার ভাড়া ৩ হাজার থেকে ১০ হাজার টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া পাড়বে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা ।
যোগাযোগ: মোবাইল নং: ০১৭৩২৮৬৬৮৬৬, ০১৭১১০৫৭৪৮৫ ।
যেভাবে যাবেন
নিজস্ব পরিবহন বা যাত্রীবাহি বাসে করে গাজিপুর চৌরাস্তা পেরিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে উঠেতে হবে। এই মহাসড়ক ধরেই মাওনা চৌরাস্তায় পৌঁছাবেন। সেখান থেকে ৪ কিলোমিটার পশ্বিমে সিংদারদিঘি গ্রামে সী গাল রিসোর্টের অবস্থান।