
রংপুর বিভাগের অজানা দর্শনীয় স্থান সমূহ
রংপুর বিভাগের দর্শনীয় স্থান
রংপুরঃ দেবী চৌধুরাণীর বাজবাড়ী, তাজহাট রাজবাড়ী, ভিন্নজগত, রংপুর চিড়িয়াখানা, পায়রাবন্দ, কেরামতিয়া মসজিদ, স্মারকস্তম্ভ অর্জন, রোমতিয়া মসজদি ও মাজার, ঝড়াবিশলা রংপুর, নয় গম্বুজ মসজিদ, প্রয়স সেনা বিনোদন পর্ক, পাগলা দেওয়ান বধ্যভূমি, ফুলচৌকি মসজিদ, বাগদুয়ার ঢিবি, বেগম রোকেয়ার বাড়ী, মন্থনা জমিদার বাড়ী, মিঠাপুকুর বড় মসজিদ, রায়পুর জমিদার বাড়ী, লালদিঘী নয় গয় গম্বুজ মসজিদ, লালদিঘী মন্দির, শাহ ইসমাইল গাজীর দরগাহ্, শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ী ইত্যাদি।
দিনাজপুরঃ স্বপ্নপুরী পিকনিক স্পট, রামসাগর দিঘী, কান্তজীর মন্দির, রাজবাড়ী, নয়াবাদ মসজিদ, লিচু বাগান, বীর গঞ্জ জাতীয় উদ্যান, রখুনি কান্ত জমিদার বাড়, রামসাগর জাতীয় উদ্যান, রড়পুকুরিয়া খয়লাখনি, অরুণ ধাপ, গোপালগঞ্জ মন্দির, ঘোড়াঘাট দুর্গ, চোর চক্রবর্তীর ঢিবি, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, বার পাইকের গড়, সাগর দিঘী, সুরা মসজিদ, সীতাকোট বিহার ইত্যাদি।
ঠাকুরগাঁওঃ ফান সিটি আ্যমিউজমেন্ট পার্ক, রাজভিটা, রাজা টংকনাথের রাজবাড়ী, হরিপুর রাজবাড়ী, ফতেহপুর মসজিদ, মেদিণী সাগর মসজিদ, জগদল রাজবড়ী, নেকমরদ মাজার, মহেশপুর মহালবাড়ী ও বিশবাঁশ মাজার, মসজিদ, শালবাড়ী, ইমমামরাড়া, গেদুড়ু, ঢোলরহাট মন্দির, খেমটিয়া শিবমন্দির, মালদুয়ার দুর্গ, গড়গ্রাম দুর্গ, মসজদি, গোরক্ষনাথ মন্দির, কূপ হরিণমালী শিব মন্দির, গোবিন্দনগর মন্দির, রাংলা গড়, গড় ভবানীপুর, গড়খাঁড়ি, কোরমখান গড় ইত্যাদি।
পঞ্চগড়ঃ ভিতরগড়, মহারাজর দিঘী, বদেশ্বরী মহাপীঠ মন্দির, সমতল ভুমিতে সম্পতি প্রতিষ্ঠিত চা বাগান, মির্জাপুর শাহী মসজিদ, বার আউলিয়া মাজার শরীফ, গোলকধাম মন্দির, তেঁতুলিয়া ডাক-বাংলো, তেঁতুলিয়া পিকনিক কর্ণার, বাংলঅবন্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থল বন্দর, রকস্ মিউজিয়াম, মহারাণী বাঁধ, মাহান্দা নদী, করোতোয়া নদী ইত্যাদি।
নীলফামারীঃ নীর সাগর, নীলসাগর রেস্টহাউস, তিস্তা ব্যারাজ, নীলকুঠির, চিনি মসজিদ, কুন্দুপুকুর মাজার, মায়ের চুলা, পাল রাজার বাড়ী, হরিশ্চন্দ্র রাজার বাড়ী, সৈয়দপুর রেলওয়ে কারখানা, তিস্তা সেচ প্রকল্প ইত্যাদি ।
গাইবান্ধাঃ গাইরান্ধা পৌর পার্ক, ড্রীমল্যান্ড এডুকেশনাল পার্ক, হযরত শাহ্ জামাল (রাঃ) মাজার, ফ্রেন্ডশিপ সেন্টার, বলাসী ঘাট, প্রাচীন মাস্তা মসজিদ, বামনডাঙ্গার জমিদার বাড়ী, কাদরবক্স মন্ডল মসজিদ, বর্ধন কুঠি, বিরাট রাজার ঢিবি ইত্যাদি।
লালমনিরহাটঃ বুড়িমাড়ি জিরো পয়েন্ট, তিনবিঘা করিডোর, তিস্তা সেচ প্রকল্প, প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর, শীণ্ডূড়মটীর দিঘী, তিস্তা ব্যারেজ কাকিনা রাজার বাড়ী, নিদাড়িয়া মসজিদ, তুষভান্ডার জমিদার বাড়ী,গোড়ল বিল ইত্যাদি।
কুড়িগ্রামঃ পাঙ্গা জমিদার বাড়ী, ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ী, ভিতরবন্দর জমিদর বাড়ী, নাওডাঙ্গা জমিদার বাড়ী, ধরলা ব্রিজ, ধরলা বাঁধ, চান্দামারী মসজদি, কোটেশ্বর শিব মন্দির, টুপামারী (জিয়া পুকুর), মুন্সিবাড়ী, ধাম শ্রেণী মন্দির, জালার পীররে দরগাহ্, উদুনা-পুদুরার বিল, বেহুলার চর, সোনাহাট, ব্রিজ, ফুল সাগর, চতুর্ভূজ, সেনপাড়া শিব মন্দির, ধলডাঙ্গা বাজার, কালজানি ঘাট ও চিলমারী বন্দর ইত্যাদি।