
রাজশাহী বিভাগের দর্শনীয় স্থান সমূহ
রাজশাহীঃ ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদ, পুঠিয়া রাজবাড়ী, বড় আহ্নিক মন্দির, পুঠিয়া দোল মন্দির, ওডভার মুনক্সগার্ড পার্ক, সিমত মারিয়া মসজিদ, কেষ্ট ক্ষ্যাপার মঠ, গোপাল মন্দির, গোয়ালকান্দি জমিদার বাড়ী, ছোট আহ্নিক মন্দির, জগদ্ধাত্রী মন্দির, ঢোপকল, তামলি রাজার বড়ী, ধানোরা ঢিবি, পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাঘা মসজিদ, বিহারৈল ঢিবি, ভুবন মোহর পার্ক শহীদ মিনার, ভুবনমোহন পার্ক, রথ মন্দির, লালন শাহ্ পার্ক, শহীদ এ. এইচ এম কামরুলজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শহীদ জিয়া শিশু পার্ক, হাজারদুয়ারি জমিদার বাড়ী ইত্যাদি।
চাঁপাইনবাবগঞ্জঃ কানসাটের জমিদার বাড়ী, কোতয়ালী দরজা, খনিয়াদিঘী মসজিদ, ছোট সোনা মসজিদ, দারাসবাড়ী মসজিদ, দারাসবাড়ী মসাদ্রাসা, ধনিয়াচক মসজিদ, নওদা বুরুজ, রহনপুর অষ্টভুজী সমাধিসৌধ, শাহ্ নেযামত উল্লাহ ওয়ালী মসজিদ, শাহ্ নেয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি, শাহ্ মুজার তাহখানা, খঞ্জনদিঘীল মসজিদ ধনাইচকের মসজিদ, তিন গম্বুজ মসজিদ ও তাহখানা, বাবুডাইং ইত্যাদি।
জয়পুরহাটঃ আছরাঙ্গা দিঘী, উঁচাইগামের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, কাদিয়া বাড়ী ঢিবি, তুলসীগঙ্গা নদীর তীরে ছোট্ট ঢিবি, নওপুকুরিয়ার প্রত্নতত্বিক ধ্বংসাবশেষ, পাথরঘাটা, পাহাড় পুর বৌদ্ধ বিহার, বাংলাদেশের অন্যতম স্থলবন্দর হিলিবন্দর, বেল আমলা বার শিবালয়, পাথরঘাটা মাজার, ভীমের পান্টি, নন্দাইল দিঘী, শিশু উদ্যান, দুয়ানী ঘাট, আছরাঙ্গা দিঘী, হিন্দা-কসবা শাহী মসজিদ, লকমা রাজবাড়ী ইত্যাদি।
নওগাঁঃ জগদ্দল বিহার, বির স্তম্ভ, দুবলহাটি রাজবাড়ী, নওগাঁ কেন্দ্রীয় মন্দির, পতিসর রবীন্দ্র কাছারি বাড়ী ও তৎসংলগ্ন কীর্তিসমূহ, পাহাড়পুর বৌদ্ধ বিহার, বলিহার রাজবাড়ী, ভিমে পান্টি, মাহীসন্তোষ মসজিদ, রক্তদহ বিল, সত্যপীরের ভিটা, হলুদ বিহার, ডানা পার্ক, দিব্যক জয়স্তম্ভ, জগদ্দল বিহার, কুসুম্বা মসজিদ ইত্যাদি ।
নাটোরঃ উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ী, দয়ারামপুর জমিদার বাড়ী, চলনবিল, চলনবিল জাদুঘর, হালতি বিল, লালপুরের পদ্মার চর, দুধপাড়া কালীমন্দির ও ধরাইল জমিদার বাড়ী, মোলরা জমিদার বাড়ী, মীর্জা মহল, শহীদ সাগর, হাইতি বিল কাঠামো, ফকিরচাঁদ বৈষ্ণব গোঁসাইজির আশ্রম ইত্যাদি।
পাবনাঃ লালন শাহ্ সেতু, হার্ডঞ্জ ব্রীজ, পাবনা মানসিক হাসপাতাল, জোড়া বাংলা মসজিদ, আজিম চৌধুরীর জমিদার বাড়ী, শাহী সমজিদ, শ্রী শ্রী অনুখূল চন্দ্র ঠাকুরের আশ্রম, নর্থ বেঙ্গল পেপার মিলস, বাংলাদেম ইক্ষু গবেষণা কেন্দ্র, ইশ্বরদী বিমান বন্দর, কৃষি ফার্ম, নাগর বাড়ী, পাকশী, কাঞ্চন পার্ক, প্রশান্তি ভুবন বিনোদন পার্ক, দিঘী পিঠা, রাজা রায় বাহাদুরর বাড়ী, বেরুয়ান জামে মসজিদ, চাটমোহর শাহী মসজিদ ইত্যাদি।
বগুড়াঃ ওঝা ধন্বন্তারির ভিটা, কাঁচের আঙ্গিনা, কাঞ্জির হাঁড়ি ঢিবি, কানাই ধাপ, কালি মন্দির, খুল্লনার ধাপ, খেরুয়া মসজিদ, খোজার ঢিবি, খোদার পাথর ভিটা, গোকুল মেধ, গোবিন্দ ভিটা, জিয়ং কুণ্ড, দুলু মাঝির ভিটা, দোলমঞ্চ ঢিবি ধরখাণ্ডার ঢিবি ধনিকের ধাপ, নিতাই ধোপানীর ঘাট, পদ্মা বাড়ী, পরশুরামের প্রাসাদ, রলাই ধাপ বিহার ধাপ বৈরাগীর ভিটা, ভাসু বিহার মঙ্গলকোট, মহাস্থানগড়, মাদারির দরগাহ্, মানকালীর ঢিবি, মোহম্মদ আলী প্যালেস মিইজিয়াম, যোগীর ভবন, রক্তদহ বিল, রাজা গোপিনাথের ধাপ, লাহনার ধাপ, শালিবাহর রাজার বাড়ী, শীলাদেবীর ঘাট, সওদাগরের ভিটা, সন্ন্যাসীর ধাপ, স্কন্দের ধাপ ইত্যাদি ।
সিরাজগঞ্জঃ বাঘাবাড়ী নদী বন্দর, হার্ড পয়েন্ট, ছয় আনি পাড়া দুই গম্বুজ মসজিদ, নবরত্ন মন্দির, জয়সাগর দিঘী, শাহজাদপুর মসজিদ, ইলিয়ট ব্রীজ, চলন বিল, মখদুম শাহের মাজার, যমুনা বহুশূখী সেতু, বঙ্গবন্ধু, সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ, বঙ্গবন্ধূ যমুনা ইকো পার্ক, মজলুম জনতো মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর বাড়ী, ধুবিল কাটার মহল কমিদার বাড়ী ইত্যাদি।