
নক্ষত্রবাড়ী রিসোর্ট গাজীপুর
নক্ষত্রবাড়ী রিসোর্ট বিস্তারিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী এলাকায় শিল্পীদম্পতি তৌকির আর বিপাশা গড়ে তুলেছেন নাক্ষত্রবাড়ী রিসোর্ট। প্রায় ২৫ বিঘা জায়গাজুড়ে গড়ে তুলা হয়েছে নক্ষত্রবাড়ী রিসোর্ট। একানে আছে যাত্রিযাপন কেন্দ্র দিঘী, কৃত্রিম ঝরর্ণা, সভাকক্ষ, শিশুদের খেলার জায়গা, শুটিং স্পট, লাইব্রেরি, মুভি থিয়েটার, সুইমিংপুলসহ নানান সুবিধা। প্রতি পরিবারের মোট তিন জন সদস্যরা সুইমিংপুলে সম্পূর্ণ ফ্রি তে সাঁতার কাটতে পারবে। এছাড়া বাকি সদস্যরে জন্য আলাদা টাকা দিতে হবে। রিসোর্টের দেখাশুনায় কর্তব্যরত লোকেরা এখানে দর্শনার্থীদে জন্য মিইজকি এরেঞ্জমেন্ট, পুলসাই পার্টি, বারবিকিউ পার্টি, চাইনিজ, ইন্ডিয়ান, থাই, কন্টিনেন্টাল ও মাছ ধরার ব্যবস্থা করে থাকে। এছাড়া মিউজিক্যাল নাইট এর ব্যবস্থা আছে যাতে দর্শনার্থীরা ভীষণ ভাবে উপভোগ করতে পারে।

নক্ষত্রবাড়ী রিসোর্টের কটেজ সমূহ
একানে তিন ধরনের কটেজ বা আবাসন ব্যবস্থা রয়েছে: বাঁশ, কাঠ দ্বারা নির্মিত মোট ১১ টি কটেজ রয়েছে। এখানে আছে বিশ্রাম নেওয়ার জন্য বিভিন্ন রকম ছোট-বড় নানা আকারের কটেজ। স্বচ্ছ পানির ইপরের কটেজগুলোতে থাকে সর্বক্ষণ পর্যটকদের আনাগোনা। পানির উপর কটেজগুলোর প্রতিদিনের ভাড়া ১০ হাজার ৭৫২ টাকা।
হোটেল কমপ্লেক্সঃ ছোট বড় কটেজ ও ওয়াটর বাংলোর পাশাপাশি রিসোর্টেটিতে মাত্র ৬৩২৫ টাকা থেকে ৮২২২ টাকর মধ্যে পাবেন নজারকার সব ডেকোরেশন দিয়ে তৈরি থাকার জন্য হোটেল রুম। হোটেল রুম গুলোতে আছে ফ্রি ওয়াইফাই, এসি, টিভি, খোলা বারান্দায় দাঁড়িয়ে চা অথরা কফির কাপে চুমুক দেওয়ার শান্তি অনুভুতি।
কমপ্লেক্সে তিন ধরনের আবাসন রয়েছে
- ১. কাপল রেগুলারঃ এখানে আছে কাপলদের জন্য একটি বেড রুম যার ভাড়া মাত্র রাত পর্যন্ত ৬৩২৫ টাকা।
- টুইন রেগুলারঃ এখানে আছে দুইটি আলাদা বেড যার দৈনিক ভাড়া ৬৯৫৭ টাকা মাত্র।
- ডিলাক্স কাপল রুমঃ এখানে আছে একটি মাত্র বেড যার ভাড়া সকাল থেকে রাত পর্যন্ত ৮২২২ টাকা মাত্র।
ওয়াটার বাংলো
পানির উপর থেকে দাঁড়ালে পুরো রিসোর্টটির ভিউ দেখা যায়। ওয়াটার বাংলোর কাড়া প্রায় ১০৭৫২ টাকা থেকে ২২৭৭ টাকা ।
ওয়াটার বাংলোতে তিন ধরণের আবাসন রয়েছে
- ডিরাক্স কটেজঃ এখানে একটি বেড় রুম আছে যেখানে একজন থাকা যায়। এক রাতের ভাড়া ১০৭৫০ টাকা
- প্রিমিয়াম সুইটঃ এখানে পাবেন খুব সুন্দর দুটি বেড রুম ও একটি লিভিং রুম যেখানে এক সাথে চারজন থাকা যাবে। একদিনের ভাড়া ২২৭৭০ টাকা ।
- ফ্যামিলি সুইটঃ এখানে আপনি পাবনে একাধারে দুইটি বেড রুম যেখানে এক সাথে চারজন থাকা যাবে। একদিনে ভাড়া ২০২৪০ টাকা।

সুইমিংপুলে সাঁতার
নক্ষত্র বাড়ী রিসোর্টটিতে সুইমিংপুলে সাঁতার কাঁটতে চাইলে জন প্রতি ৫০০ টাকা দিতে হবে। পরিবারের তিন জন সদস্যকে ফ্রিতে পুলে ঢুকতে ও সাঁতার কাটতে দেওয়া হয়। আর বাকি সদস্যদের জন প্রতি ৫০০ টাকা করে এন্টি ফ্রি দিয়ে পুলে ঢুকতে হবে।
কনফারেন্স হল ভাড়া
কনফারেন্স হল প্রতি শিফট অনুযায়ী ভাড়া ৩০,০০০ টাকা। সাথে সকাল, দুপুর ও রাতে নিজ্ব খাবার তো থাকেছেই ।
টিকেট মূ্ল্য
নক্ষত্র বাড়ী রিসোর্টটিতে টিকেট মূল্য জন প্রতি ৫০০ টাকা করে।
যেভাবে যাবেনঃ
নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাশিয়া মহাসড়কের রাজাবাড়ী বাজারে নামতে হবে। পরে রাজবাড়ী বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে চিনাগুখানিয়া গ্রামের বাঙাল পায়া গেলেই পেয়ে যাবেন তারাকা দম্পতির স্বপ্নের নক্ষত্রবাড়ী।