
ঢাকা রিসোর্ট গাজীপুর | Dhaka Resort Gazipur
এই রিসোর্ট তাদের ভ্রমনকারীদের শতভাব প্রাকৃতিক আবহতে আবকাশ যাপন করার সকল সুযোগ সুবিধা তৈরি রয়েছে। বিশাল জায়গা জুড়ে গড়ে উঠা রিসোর্টি গাজীপুরে জনপ্রিঢ একটি রিসোর্ট। ঢাকা থেকে মাত্র ৫৫ কি.মি দূরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ধীন বোয়ালী ইইনিয়রের বান্দবাড়ী নামক গ্রামে অবস্থিত। এখানে পরিবার পরিজন নিয়ে থাকার সব রকম সু-ব্যবস্থা আছে। এ ছাড়া পিকনিক, বিয়ের অনুষ্ঠান, ডে-আউট ইত্যাদি করার জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে। আধুনিক স্থপত্যের ছোয়ার আধারে গ্রামীন ঐতিহ্যকে ঘিরে এখানে কয়েক ধরনের কটেজ রয়েছে।
ঢাকা রিসোর্ট গাজীপুর – Dhaka Resort Gazipur

এর মধ্যে অন্যতম রয়েল কটেজ, ফ্যামিলি কটেজ, বাঁশের কটেজ ইত্যাদি। খাবারের জন্য দেশি বিদেশি ও আন্তরজাতিক মানের সুসজ্জিত ভাবে খাবার পরিবেশন করা হয়। রেস্টুরেন্টটে 400 জন লোক কে বুফের মাধ্যমে খাবার পরিবেশন করার ব্যবস্থা রয়েছে। ঢাকা রিসোর্টে এ পাঁচটি বড় ও মাঝারি আকাররে খেলার মাঠ রয়েছে। যেখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন এবং অন্যান্য খেলাধুলার আয়োজন কারা হয়ে থাকে। ঢাকা রিসোর্ট এ অন্যতম আকর্ষনের জায়াগাটি হল সুইমং পুল যা আন্তরর্জাতিক মানের এবং যার চতুরদিকে রয়েছে বিভিন্ন রকম ফুল এর সমাহার। এই রিসোর্ট এর বাচ্চাদের জন্য মনোমুগ্ধকর শালবনের বেষ্টিত নানান ধরনের জীব-জন্তুর প্রতীকি আদলে ইকোপার্ক রয়েছে। যা বিভিন্ন দেশী ও বিদেশী পাখির অভয়ারণ্য হিসেবে চিহ্নিত । এ ছাড়া বাচ্চারে খেলাধুলার ও ব্যবস্থা রয়েছে। এখানে মাঠের পার্শে পৃথক পৃথক পর্যাপ্ত ওয়াশরুম রয়েছে।

রিসোর্টের সুবিধা
১. ফ্রী ওয়াইফাই ২. ফ্রী পাকিং সুবিধা ৩. সকালের নাস্তা ব্যাবস্থা ৪. ২৪ ঘন্টা রুম সার্ভিস ৫. হেল্প ডেক্স সুবিধা ৬. শিশুদের জন্য আলাদা খেলার জায়গা ৭. সুইমিং পুল ৮. সকলের জন্য খেলার জায়গা
৯. পার্টি জোন 10. ইনডোর গেমস সুবিধা ১১. বিভিন্ন বিভিন্ন বিনোদনের সুযোগ ১২. বিভিন্ন সেমিনার ইয়োজনের সুযোগ ১৩. উন্নত ও মানের স্টেুরেন্ট সুবিধা।

কমড়া বিষয়ক তথ্য
এই রিসোর্টটিতে বিভিন্ন ধরনের কামড়া রেয়েছে। তবে প্রতিটি কামড়া বিখিন্ন সুযোগ দ্বারা ভরপুর। ্রিতিটি কামড়ার জন্য ২৪ ঘন্টা রুম সার্ভিস, শীততাপ নিয়ন্ত্রিত রুম, কাপড় রাখার জন্য স্থান, অন্য জিনিস রাখার জিনিস রাখার স্থান আরো অনেরক অনেক সুযোগ সুবিধা।
কটেজের ধরন ভাড়া
১. রয়েল কটেজ 16,000/- প্রতি রাত
২. এক্সিকিউটিভ কটেজ 10,000/- প্রতি রাত
৩. ফেমিলি কটেজ 15,000/- প্রতি রাত
৪. ডিলাক্স রুম 6,000/- প্রতি রাত
৫. বোম্বে কটেজ 12,000/- প্রতি রাত
যেভাবে যাবেন
ঢাকার বিমান বন্দর থেকে এর দূরত্ব প্রায় ২১ কি.মি। ঢাকা থেকে ময়মনসিংহ গামী বাসে করে গাজীপুর চৌরাস্তা নামতে হবে। সেখান থেকে বাসে করে কালিয়াকৌর গেলেই ঢাকা রিসোর্ট পেয়ে যাবেন।