
সাতছড়ি জাতীয় উদ্যান | Satchari National Park
সাতছড়ি !নামটা শুনলেই কেউ হয়তও ভাববেন হয়ত এখানে শুধু সাতটি ছড়ি আছে আসলে বাস্তবে তা এর চেয়ে আরও অনেক কিছু বেশি আছি।এটা বাংলাদেশের একটি অন্যতম একটি প্রাকৃতিক উদ্যান ।এটি ১৯৭৪সালে বন্য প্রাণী সংরক্ষণ /সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় তবে এর পূর্ব এর নাম ছিল ও রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট

অবস্থান : সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলায় চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত।এর আশেপাশে অনেক সুন্দর চা বাগান আছে ।এই উদ্যান এর ভিতরে প্রায় ১৯৭ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে যা বর্তমানে দেখাই যায় না এর ছাড়া আরও রয়েছে বিভিন্ন প্রকার এর গাছপালা

যেভাবে ঘুরবেন : ঘুরার জন্য আপনি দক্ষ ইকো গাইডের এর সয়াহতা নিতে পারেন যেহুতু এটা গহীন জঙ্গল তাই অবশ্যই রাখা উচিত নিরাপত্তা এর জন্য । আর গেলে অবশ্যই গ্রুপ হয়ে যাবেন।উদ্যান হাটার তিনটিপথ রয়েছে। আধা ঘন্টা, একঘন্টা, তিনঘন্টা পথ ঘুরে আপনি পুরো জঙ্গল ঘুরে দেখতে পারেন পর্যটকদের জন্য ইদানীং গাছের উপরে এডভেঞ্চার এক্টিভিটি চালু করা হয়েছে এই এডভেঞ্চারটি উপভোগ এর জন্য ১০০টাকা খরচ করতে হবে

উদ্যান বাবদ খরচসমূহ :এখানে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের এর জন্য 20টাকা ।অপ্রাপ্ত বয়স্কদের ও ছাএ দের জন্য ১০টাকা আর প্রতি ঘন্টায় ১৫০থেকে ৩০০ টাকায় গাইড এর সেবা নিতে পারেন
যেভাবে যাবেন: ঢাকা থেকে বাস এ রওনা হয়ে শায়েস্তাগঞ্জ নুতুন ব্রিজ এ নেমে এরপর সিএনজিচালিত অটো রিকশা বা লোকেল বাস দিয়ে যাওয়া যাবে সাতছড়ি জাতীয় উদ্যান আর মাধবপুর নামলে মুক্তিযোদ্ধা চত্বরে এ নেমে সেখান থেকে বাসে বা সিএনজি করে সাতছড়ি যাওয়া যাবে।
কোথায় থাকবেন :থাকার জন্য সাতছড়িতে তেমন উপযুক্ত জায়গা নেই তাই থাকার জন্য। হবিগঞ্জ শহরে ভাল মানের হোটেল আছে থাকার জন্য